Homeস্লাইড নিউজশিরোনাম

কাল থেকে তিন জেলায় ফের ৪৮ ঘন্টার হরতাল

প্রেস বিজ্ঞপ্তি: আগামীকাল থেকে তিন পার্বত্য জেলায় ৪৮ ঘণ্টার ফের হরতাল ডেকেছে পার্বত্য বাংগালি ছাত্র  পরিষদ। মাটিরাঙায় অপহৃত তিন বাঙ্গালীকে উদ্ধার,নানি

মাটিরাঙ্গা মডেল মসজিদে প্রথম জুমার নামাজ অনুষ্ঠিত
সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা
গুইমারাতে শিক্ষক সম্মেলন: শিক্ষার্থীদের মানসম্মত পাঠদানের উপর গুরুত্বারোপ

প্রেস বিজ্ঞপ্তি: আগামীকাল থেকে তিন পার্বত্য জেলায় ৪৮ ঘণ্টার ফের হরতাল ডেকেছে পার্বত্য বাংগালি ছাত্র  পরিষদ।

মাটিরাঙায় অপহৃত তিন বাঙ্গালীকে উদ্ধার,নানিয়ারচরে বাঙ্গালী গাড়িচালক সজিব হাওলাদার সহ-পাঁচজন উপজাতি হত্যাকারীদের গ্রেপ্তার এবং উপজাতি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ‘ইউপিডিএফ,জেএসএস’-কে নিষিদ্ধের দাবীতে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ পার্বত্য নাগরিক পরিষদের হরতাল কর্মসূচী ঘোষণা।

পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে,গত ১৬ এপ্রিল ২০১৮ ইং,খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি নামক এলাকায় মাটিরাঙা উপজেলার তিন বাঙ্গালী ব্যাবসায়ীকে অনতিলম্ব নিঃশর্ত মুক্তি এবং গত পরশু রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলাস্থ নিরীহ বাঙ্গালী গাড়িচালক সজিব হাওলাদার সহ পাঁচজন উপজাতির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার পূর্বক বিচারের দাবীতে ও পার্বত্য অঞ্চল থেকে উপজাতি সকল সশস্ত্র সন্ত্রাসী সংগঠন(ইউপিডিএফ,জেএসএস)-কে নিষিদ্ধের দাবীতে আগামী কাল ৭মে ২০১৮ ইং রোজ সোমবার থেকে ৮মে ২০১৮ ইং,রোজ মঙ্গলবার পর্যন্ত তিন পার্বত্য জেলায়(রাঙ্গামাটি,খাগড়াছড়ি,বান্দারবান)পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ এবং পার্বত্য নাগরিক পরিষদ যৌথভাবে ৪৮ ঘণ্টার সম্পূর্ণ শান্তিপূর্ণ হরতাল কর্মসূচী ঘোষণা করছে।উক্ত কর্মসূচীতে পূর্ণ সমর্থন জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন রাঙ্গামাটি জেলা শাখা। পার্বত্য চট্টগ্রাম সন্ত্রাসমুক্ত করার লক্ষে জাঁতি,দল,মত নির্বিশেষে উক্ত কর্মসূচীতে তিন পার্বত্য জেলার(রাঙ্গামাটি,খাগড়াছড়ি,বান্দরবান)এর সকল স্তরের জনগণকে সর্বাত্মক এবং শান্তিপূর্ণভাবে পালনের বিনীত আহব্বান জানাচ্ছি।উক্ত কর্মসূচীতে রোগী,পরীক্ষার্থী,প্রশাসন এবং ওষুধ বহনকারী যানবাহন উক্ত কর্মসূচীর আওতামুক্ত থাকবে। প্রেসবার্তায় স্বাক্ষর করেন, শাহাদাৎ ফরাজী সাকিব সাধারণ সম্পাদক, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ
কেন্দ্রীয় কমিটি, কাউসার উল্লাহ সাংগঠনিক সম্পাদক পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ
কেন্দ্রীয় কমিটি ও আব্দুল মজিদ সভাপতি পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি।