কিউ কম্পিউটার ট্রেনিং ইনটিস্টিউটের কোর্স সনদ বিতরণ খাগড়াছড়িতে
খাগড়াছড়ি প্রতিনিধি: কম্পিউটার শিক্ষা পাশাপাশি ইংরেজী শিক্ষার বিকল্প নেই মন্তব্য করে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেছেন, বিশ্বের মধ্যে চ্যালেঞ্জ গ্রহণ করতে হলে শিক্ষার গ্রহণ করে তা সঠিক ভাবে কাজে লাগাতে হবে। ২৯ আগস্ট বৃহস্পতিবার সকালে খাগড়াছড়িতে কিউ কম্পিউটার ট্রেনিং ইনটিস্টিউটের কোর্স সমাপনী উপলক্ষে সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বর্তমান সরকারের নানা উন্নয়ন কর্মকা-ের কথা তুলে ধরে ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী পালনসহ হাতে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা জানান। অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। দৈনিক অরণ্যবার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য ড. প্রকাশ কান্তি চৌধুরী, খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালা উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের খাগড়াছড়ি নির্বাহী প্রকৌশলী মুজিবুল আলম ও খাগড়াছড়ি জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জীতেন বড়ুয়া প্রমূখ। পরে ২৯৬জন প্রশিক্ষানার্থীদের মাঝে কোর্স সমাপনী উপলক্ষে সনদ বিতরণ করেন প্রধান অতিথি।