• November 2, 2024

কিশোর কিশোরীদের নিয়ে পানছড়িতে আইডিএফ‘র এক্রপোজার ভিজিট

মোফাজ্জল হোসেন ইলিয়াছ: ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে পুষ্টির জন্য নেতৃত্ব নিশ্চিত করণ প্রকল্প (লীন)‘র আওতায় ইউনাউট্রেড পারপাস, গেইন ইন্টারন্যাশনাল ও হেলভেটাস সুইট এর সহযোগীতায়, আইডিএফ‘র তত্ববধানে দীঘিনালার কিশোর কিশোরী ক্লাবের সদস্যদের নিয়ে এক্রপোজার ভিজিট ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে।

বুধবার দুপুর ২টায় প.প. কার্যলয়ের হল রুমে সভায় উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোহাগ ময় চাকমা, আইডিএফ‘র ফেসিলিটর রোমেল মারমা, জেলা ম্যানেজার নিখিল চাকমা, স্বাশ^তী তালুকদার প্রমূখ।

“আমরা আগামীর পুষ্টি চ্যাম্পিয়ান” এই প্রতিপাদ্যে আইডিএফ‘র ফেসিলিটর রোমেল মারমা বলেন, লীন প্রকল্প বিগত ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে আগামী আগষ্ট ২০২৩ সাল পর্যন্ত প্রকল্পের কার্যক্রম চলবে।

এই এলাকার কিশোর-কিশোরী ও দুগ্ধদানকারী মা এবং গর্ভবতী মায়েদের পুষ্টি বিষয়ে সম্মুখ জ্ঞান লাভ করবে। তাতে সুস্থ্য ও নিরাপদ মাতৃত্ব নিশ্চিত হবে। তিনি আরো বলেন, পানছড়ি দীঘিনালা গুইমারা উপজেলায় এই প্রকল্পে অধিনে কাজ করা হচ্ছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post