• December 5, 2024

কুজেন্দ্র লাল ত্রিপুরার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদে মানিকছড়িতে বিক্ষোভ

 কুজেন্দ্র লাল ত্রিপুরার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদে মানিকছড়িতে বিক্ষোভ
মানিকছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ি ২৯৮ নম্বর  আসনের সংসদ সদস্য ও ভারত প্রত্যাগত উপজাতি শরণার্থী বিষয়ক ট্রাক্সফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরার বিরুদ্ধে জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
৪ সেপ্টেম্বর সোমবার সকাল সোয়া ১০ টায় উপজেলা আ.লীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী দলীয় অফিস চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় আ.লীগ সভাপতি মো. জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীনসহ সিনিয়র নেতৃবৃন্দের উপস্থিতিতে  নেতাকর্মীরা  মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শ্লোগান দেন ” কুজেন্দ্র লাল ত্রিপুরার বিরুদ্ধে মিথ্যা সংবাদ কেন?  জবাব চাই, জবাব চাই। কুজেন্দ্র লাল ত্রিপুরার বিকল্প নেই, বিকল্প নেই। কুজেন্দ্র বাবু ভয় নাই, রাজপথ ছাড়ি নাই”।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post