কোটা পুনর্বহালের দাবীতে ফটিকছড়িতে মুক্তিযোদ্ধা সন্তানদের মানববন্ধন
ফটিকছড়ি প্রতিনিধি: ৩০% মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবীতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ফটিকছড়ি সদরের মুক্তিযোদ্ধা চত্বরে অাজ সকাল ১০ টায় মানববন্ধন অনু্ষ্ঠিত।
এতে বীর মুক্তিযোদ্ধা ডা.মাসুদ, উপজেলা মহিলা অাওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা সন্তান রেজিয়া মাসুদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ফটিকছড়ি উপজেলার অাহবায়ক টিটু চৌধুরী, সিনিয়র যুগ্ন অাহবায়ক এডভোকেট খোরশেদুল অালম টিপু,সোহরাওয়ার্দী শহীদ জাফর অালম, ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান রুপু, রায়হান উদ্দিন, মনির হোসেন, নাসির উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব পেয়ার অাহমদ অাফিফ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তামান্না মাসুদ, খোরশেদ অালম, ব্যাংক কর্মকর্তা মুহাম্মদ অাবু বক্কর ছিদ্দিক ইবনু, মো. খোরশেদ হাজারী, বাবর অালী রায়হান, মো.বক্তেয়ার উদ্দিন, সাইফুদ্দিন, মুজিবুল হক,ইমরুল হাসান টিটু, জান্নাতুন ফেরদৌস, মো. ওসমান গণি,মো. অাশরাফুল করিম, জামাল হোসেন, ফেরদৌস অালম অারজু,মিনহাজ উদ্দিন, প্রান্ত শাইদুল প্রমুখ