স্টাফ রিপোর্টার: করোনা ভাইরাস’র আক্রান্তের হার দিন দিন বেড়েই চলছে। খাগড়াছড়িতে এ পর্যন্ত পজিটিভ শনাক্ত হয়েছে ৪জন। এই যখন পরিস্থিতি তখন আরো কঠোর অবস্থান
স্টাফ রিপোর্টার: করোনা ভাইরাস’র আক্রান্তের হার দিন দিন বেড়েই চলছে। খাগড়াছড়িতে এ পর্যন্ত পজিটিভ শনাক্ত হয়েছে ৪জন। এই যখন পরিস্থিতি তখন আরো কঠোর অবস্থানে গেলো খাগড়াছড়ি জেলা প্রশাসন। ১৫ মে খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে।
খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত জারি করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে ঈদের ছুটিতে এক জেলা থেকে অন্য জেলায় প্রবেশ করতে পারবে না। এই আদেশে রামগড়, মানিকছড়ি ও মহালছড়ি সীমান্ত দিয়ে অন্য জেলার কোনো মানুষ আসতে পারবে না।
এই আদেশ আগামী ১৯ মে দিবাগত রাত ১২টার থেকে পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত চলতে থাকবে।
এছাড়াও জরুরী প্রয়োজন ছাড়া এক উপজেলা থেকে অন্য উপজেলায় যাতায়াত করতে পারবে না। এই আদেশ অমান্যকারীদের বিরদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।