ক্রীড়া ও সংস্কৃতিতে রামগড় এ অঞ্চলের সেরা-কংজরী চৌধরী
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ টেলিভিশন এর চট্টগ্রাম কেন্দ্র থেকে স¤প্রচারিত পাহাড়িয়া মন অনুষ্ঠানে অংশ গ্রহণকারী রামগড়ে উপজেলার ৩১জন শিল্পীর মাঝে সম্মানী চেক বিতরণ করা হয়। ২২ জানুয়ারি মঙ্গলবার রামগড়ে উপজেলা অডিটরিয়ামে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের আহ্বায়ক সাংবাদিক রতন বৈষ্ণব ত্রিপুরা‘র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কংজরী চৌধুরী।
এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইসরাত, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোঃ ফরহাদ, রামগড় পৌর সভার প্যানেল মেয়র আহসান উল্লাহ, ইউপি চেয়ারম্যান শাহ আলম মজুমদার, ত্রিপুরা সংসদের সাবেক সভাপতি সুরেশ মোহন ত্রিপুরা প্রমূখ।
প্রধান অতিথি‘র বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যন বলেন, ক্রীড়া, সংস্কৃতিতে রামগড়ই এ অঞ্চলের সেরা। এখানে বহু প্রতিভাবান শিল্পী ও খেলোয়ার আছে।