ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার ও আসবাবপত্র বিতরণ করলেন মহালছড়ি জোন কমান্ডার
মহালছড়ি প্রতিনিধি: সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। জাতি গঠনে শিক্ষার কোন বিকল্প নেই। মহালছড়ি সেনা জোনের সার্বিক তত্বাবধানে পরিচালিত লেমুছড়ি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০১৮ উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আসবাবপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমেদ পিএসসি এ কথা বলেন। ৬ জানুয়ারী রবিবার সকাল সাড়ে ১১ টায় লেমুছড়ি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত পুরস্কার বিতরন ও আসবাবপত্র বিতরন অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রেজাউল হক মাসুদ এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।
এ সময় বক্তারা আরো বলেন, যে জাতি যত বেশী শিক্ষিত সে জাতি তত বেশী উন্নত। কাউকে দেশের বোঝা হয়ে নয়, সবাই শিক্ষিত হয়ে দেশের সম্পদে পরিণত হতে হবে। প্রত্যেকে সুশিক্ষায় শিক্ষায় শিক্ষিত হয়ে সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষে বর্তমান সরকারও শিক্ষা ক্ষেত্রে নানা কর্মসূচী হাতে নিয়েছে। শিশুদের স্কুলগামী করতে প্রতিটি গ্রামে গ্রামে গণসচেতনতা সৃষ্টি করার আহবান জানান বক্তারা।
আলোচনা শেষে প্রধান অতিথি লে: কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমেদ পিএসসি বার্ষিক
ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের নিকট বিদ্যালয়ের আসবাবপত্র তুলে দেন।