স্টাফ রিপোর্টার: সাধারণ মানুষসহ ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ, দমন ও অপরাধী শনাক্তের সুবিধার্থে খাগড়াছড়ির গুইমারা বাজার সহ পুরো উপজেরাকে ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসি ক্যামেরা) আওতায় আনা হয়েছে। গুইমারা উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট সহ বাজারের বিভিন্ন গলিতে বসানো হয় এসব সি সি ক্যামেরা। সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি কংজরী চৌধুরী।
এসময় গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা, ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব চন্দ্র কর, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব শীল অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।##