• July 13, 2024

খাগড়াছড়িতে অবরোধের সমর্থনে মহিলাদলের মিছিল

 খাগড়াছড়িতে অবরোধের সমর্থনে মহিলাদলের মিছিল

স্টাফ রিপোর্টার: কেন্দ্রেীয় কর্মসূচির আলোকে খাগড়াছড়িতে দশম ধাপের বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন মিছিল করেছে জেলা মহিলাদলের নেতৃরা। ৭ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরে চেঙ্গী স্কোয়ার থেকে মিছিলটি বের হয়ে বাস টার্মিনাল এলাকায় গিয়ে শেষ হয়। এসময় বেগম খালেদা জিয়াসহ সকল আটক নেতাকর্মীদের মুক্তি ও ঘোষিত তফসিল বাতিলের দাবিতে স্লোগান দেয়া হয়।

এছাড়া বুধবার রাতে খাগড়াছড়ি শহরের শহীদ কাদের সড়ক ও ফায়ার সার্ভিস এলাকায় মশাল মিছিল করে খাগড়াছড়ি উপজেলা ও পৌর বিএনপি। অবরোধের কারণে খাগড়াছড়ি থেকে দূরপাল্লা ও আভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকলেও শহরে বেড়েছে যানবাহন চলাচল। গুরুত্বপূর্ণস্থানগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে। অবরোধের সমর্থেনে উপজেলা পর্যায়ও সড়কে পিকেটিং করেছে অবরোধ সমর্থনকারিরা।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post