খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পৌর শহরের বিভিন্ন স্থানে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে পৌর প্রশাসন। এ সময় তিন দোকানিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানা গেছে।
১৯ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানার নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। শহরের শুটকি বাজার, পানবাজার, নিচের সবজি বাজার ও মসজিদ মার্কেট এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান ও নোমান ইবনে হাফিজ উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং দোকানিদের জরিমানা করেন।
পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা করার কারণে সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। তাই নিয়মিতভাবে এসব অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, শহরের শৃঙ্খলা বজায় রাখতে ও জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।