খাগড়াছড়িতে আগুনে পুড়লো ৩০ দোকান, ক্ষতি ৫ কোটি
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে জেলা শহরের শান্তিনগর এলাকায় রাত পোনে ১২টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসগঠিত হয়। অগ্নিকান্ডে প্রায় ৩০টি দোকান ভষ্মিভুত হয়। ফায়ার ব্রিগেট প্রায় ১ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নির্বাপনে কাজ করে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান, বৈদ্যুতিক শট সার্কেটের কারণে মূলত অগ্নি কান্ডের সূত্রপাত।
বক্সপপ – জন সাধারণ হঠাৎ বাইরে আগুনের লেলি শিখা দেখে ছুটে আসেন। এবং সাথে সাথে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।
বক্সপপ মালিক পক্ষ জানান, তাদের প্রায় ৩০টি দোকান পুরে গেছে। আনুমানিক ১ কোটির টাকার মালামাল পুরে গিয়েছে বলে ধারনা করছেন তারা।
জাকের হোসেন (উপ সহকারী পরিচালক, ফারায় সার্ভিস,খাগড়াছড়ি) জানান, খবর পেয়ে খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ছুটে আসেন। এবং প্রায় দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন।