• July 27, 2024

খাগড়াছড়িতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন

 খাগড়াছড়িতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে জেলা প্রশাসন, দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে। ৯ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ৯টায় “উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” প্রতিপাদ্যে জেলা শহরের পৌরটাউন হল প্রাঙ্গণে আয়োজিত জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন ও রঙিন বেলুন উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান।

দিবসটি উপলক্ষে টাউন হল মিলনায়তনে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্তের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ্যাড. জসীম উদ্দিন মজুমদার এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুনায়েদ কবীর সোহাগ, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শানে আলম, দুর্নীতি দমন কমিশনের রাঙ্গামাটির সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আহমদ ফরহাদ হোসেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দুর্নীতির সাথে জড়িত এবং এটাকে প্রশয় দেওয়া দুটোই অপরাধ। তাই দুর্নীতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

এর আগে পৌর টাউন হল প্রাঙ্গণ আদালত সড়কে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post