খাগড়াছড়িতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ভিজিএফ’র চাল বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ভিজিএফ (চাল) বিতরণ করে খাগড়াছড়ি পৌরসভা। ২৮ মার্চ সকালে খাগড়াছড়ি পৌর ঈদগাহ মাঠ প্রাঙ্গনে ভিজিএফ (চাল) বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফেরদৌসী বেগম।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে খাগড়াছড়ি পৌরসভার প্রতিটি পরিবার’কে ১০ কেজি করে প্রায় সাড়ে ৬ হাজার পরিবারের মাঝে ভিজিএফ চাউল বিতরণ করা হয়।
বিতরণ কালে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক ফেরদৌসী বেগম বলেন, সামনে মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদুল ফিতর। আমরা চেষ্টা করেছি পৌর একালায় কোনো পরিবার যেন বাদ না পরে। সুন্দর ভাবে ঈদ উদযাপন করতে পারে। জাত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন ঈদের আনন্দ উপভোগ করতে পারে।