• July 23, 2024

খাগড়াছড়িতে তৃণমূল উন্নয়ন সংস্থা’র উদ্যোগে নাগরিক প্লাটফর্ম ইয়ুথ গ্রুপ’র মতবিনিময় সভা

 খাগড়াছড়িতে তৃণমূল উন্নয়ন সংস্থা’র উদ্যোগে নাগরিক প্লাটফর্ম ইয়ুথ গ্রুপ’র মতবিনিময় সভা

খাগড়াছড়ি প্রতিনিধি: তৃণমূল উন্নয়ন সংস্থা’র উদ্যোগে সুইজারল্যান্ড’র সহযোগিতায় পার্বত্য চট্টগ্রাম মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল,এমপি এর সাথে আস্থা প্রকল্পের জেলা নাগরিক প্লাটফর্ম ও উপজেলা ইয়ুথ গ্রুপ সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯জুন বুধবার দুপুরে খাগড়াছড়ি জেলা সদরস্থ কদমতলী জেলা পরিষদ চেয়ারম্যানের বাংলোর কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আস্থা’র চেয়ারপার্সন সাধন কুমার চাকমা।

এ সভায় যুব সমাজের অনলাইন ডিভাইসের আসক্তি,কিশোর গ্যাং,মাদক, চীনে নারী পাচার,শিক্ষিত ও অর্ধশিক্ষিত যুবকদের বাল্যবিবাহ,ইভটিজিং,সুষ্ঠু সংস্কৃতি চর্চা ও বেকার সমস্যাসহ নানান বিষয়ে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষ্যে আলোচনা সভায় তৃণমূল উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক রিপন চাকমা’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা,এমপি বলেন, যুব সমাজকে নিয়েই শান্তি-সম্প্রীতি ও সমৃদ্ধ খাগড়াছড়ি গড়তে চাই,তথ্য-প্রযুক্তির যুগে যুবসমাজকে কাজে লাগানোই আমাদের মূল লক্ষ্য। আমাদের যুবকরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়বে। যুবকেরাই সুন্দর সমাজ ও জাতি গঠনের ভূমিকা পালন করছে।

তিনি আরও বলেন, তথ্য প্রযুক্তির যুগে যুবসমাজকে কাজে লাগানোই আমাদের মূল লক্ষ্য। যুব সমাজকে তথ্য-প্রযুক্তির নিজেদেরকেও মেলে ধরতে হবে। আজ নারীরা পুরুষের চেয়ে অনেকটা এগিয়ে। নারীরা আজ স্বর্বত্র বিরাজমান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান দিদারুল আলম, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য শতরুপা চাকমা ও  হিরন জয় ত্রিপুরা,সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান কল্যাণী ত্রিপুরা প্রমূখ।

এছাড়াও জাবারাং কল্যাণ সমিতি’র নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা,তৃণমূল উন্নয়ন সংস্থা’র আস্থা প্রকল্পের মনিটরিং ও রিপোর্টিং অফিসার মিহির কান্তি ত্রিপুরা,খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ত্রিনা চাকমা,খাগড়াছড়ি সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান কল্যাণী ত্রিপুরা,তৃণমূল উন্নয়ন সংস্থা’র আস্থা প্রকল্পের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ধনেশ্বর দেওয়ানসহ জেলা নাগরিক প্লাটফর্ম ও উপজেলা ইয়ুথ গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post