খাগড়াছড়িতে ইয়াবা দ্বন্ধে এক জনকে পিটিয়ে হত্যা, আটক ২
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির ভাইবোনছড়া এলাকার ছোট পানছড়ি এলাকায় ঘাতকের এলোপাথাড়ি লাঠির আঘাতে প্রাণ গেলো থুইছা মার্মা (২০) নামে এক যুবকের।
২২ অক্টোবর শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ভাইবোনছড়া ইউপি চেয়ারম্যান পরিমল ত্রিপুরা।
স্থানীয়রা জানান, ঘটনার সময় থুইছা মার্মা ওই এলাকার এক বড় ভাইয়ের কাছে গিয়ে মদ্যপান করে। ইয়াবা ক্রয় বিরোধের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে সেখানে থাকা আপ্রেুইমং মারমা নামের পঞ্চাশ বছর বয়সী এক ব্যাক্তি ঐ যুবকের মাথায় আঘাত করলে সে গুরুত্বর আহত হয়। পরে তাকে হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।
খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপর পুলিশ এ ঘটনায় ২ জনকে আটক করেছে। লাশ খাগড়াছড়ি সদর হাসপাতালে রয়েছে, ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে হস্থান্তর করা হবে বলে জানান ওসি।