খাগড়াছড়িতে ইয়াবাসহ যুবক আটক

খাগড়াছড়িতে ইয়াবাসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়িতে ইয়াবা নিয়ে মোহাম্মদ আলী নামে একজনকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মীরা। বৃহস্পতিবার(১০ নভেম্বর) সকালে খ

মহালছড়ির মাইসছড়ি ইউনিয়নে বেসরকারীভাবে স্বতন্ত্র প্রার্থী সাজাই মারমা নির্বাচিত
খাগড়াছড়িতে প্রতিবন্ধীদের মাঝে চেয়ার ও কৃত্রিম পা বিতরণ
মহালছড়িতে জোনকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়িতে ইয়াবা নিয়ে মোহাম্মদ আলী নামে একজনকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মীরা।

বৃহস্পতিবার(১০ নভেম্বর) সকালে খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া মুসলিম পাড়া এলাকায় তার নিজ বাড়িতে আটক করেন তাকে। আটককৃত মোহাম্মদ আলী ভাইবোনছড়া পশ্চিম মুসলিম পাড়ার মৃত আব্দুল জলিলের ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের মাধ্যমে এলটি দল তার বাড়ি ঘেরাও করে ভিতরে তল্লাশি করে। ঘরে ব্যবহিত একটি সোকিজ থেকে একটি সাদা বক্সের ভিতর থেকে ১৩২ পিচ ইয়াবা ও ৫ হাজার ৮শ টাকা জব্দ করে তাকে আটক করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খাগড়াছড়ি জেলা কার্যালয়ের বিভাগীয় সহকারী পরিচালক মোঃ আব্দুল হালিম রাজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা খবর পেয়ে তার বাসায় তল্লাশি করি। সেখান থেকে ইয়াবাসহ তাকে আটক করেছি। তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।