দীঘিনালা উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

 দীঘিনালা উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা প্রেসক্লাবের পৃূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর রবিবার বিকেলে খাগড়াছড়ি প্রেসক্লাব কার্যালয়ে এক জরুরি সভা শেষে দীঘিনালা উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় সকলের সম্মতিক্রমে দীঘিনালা উপজেলা প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সভাপতি মো. সোহেল রানা ও সাধারণ সম্পাদক মো. আল-আমিন স্বাক্ষরিত এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে ডেইলি অবজারভার দীঘিনালা প্রতিনিধি মো. সোহেল রানাকে সভাপতি, দৈনিক সরেজমিন বার্তার প্রতিনিধি কাজী হাবিব উল্লাহ রানাকে সহ-সভাপতি, দৈনিক পাহাড়ের খবর’র প্রতিনিধি মো. আকতার হোসেনকে সাধারণ সম্পাদক, দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি এম মহাসিন মিয়াকে সাংগঠনিক সম্পাদক, মো. আলমগীর হোসেনকে কোষাধ্যক্ষ করে মোট ৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

কমিটির নির্বাহী সদস্য হলেন, মো. আল-আমিন ও মো. ওসমান গনি। এ কমিটি গঠনে সর্বাত্নক সহযোগিতা করেছে খাগড়াছড়ি প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বৈষম্যমুক্ত ও সু-সাংবাদিকতা প্রতিষ্ঠায় নবগঠিত এই কমিটির সকলে একসাথে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post

Leave a Reply