খাগড়াছড়িতে ঘটনার ২ মাস পর হত্যা মামলার আসামি আটক, হত্যার রহস্য উদঘাটন

 খাগড়াছড়িতে ঘটনার ২ মাস পর হত্যা মামলার আসামি আটক, হত্যার রহস্য উদঘাটন

স্টাফ রিপোর্টার:  খাগড়াছড়ি চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন ও ঘাতককে আটক করেছে পুলিশ। ঘটনার ২ মাস পর প্রযুক্তির সহায়তায় ঘাতক আসামী রাপ্রæ মারমাকে ৪ ফেব্রæয়ারি রোববার সকালে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত রাপ্রæ মারমা ঘটনায় জড়িত থাকার অভিযোগ স্বীকার করেছে।
২০২৩ সালেল ১১ নভেম্বর খাগড়াছড়ি পৌরসভার স্বপ্ন মোহন কারবারি এলাকায় তিন রাস্তার মোড়ে ভিকটিম সুজন্ত ত্রিপুরাকে অজ্ঞাতনামা আসামিরা হত্যা করে পালিয়ে যায়।
খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর জানান, ভিকটিম সুজন্ত ত্রিপুরা ও রাপ্রæ মারমা দুজনই মাদকসেবী এবং তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। হত্যাকান্ডের বেশ কিছুদিন পূর্বে তাদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতন্ডা ও মারামারির ঘটনা ঘটে। এরই জের ধরেই রাপ্রæ মারমা সুজন্ত ত্রিপুরাকে হত্যা করে। গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post