খাগড়াছড়িতে জাসাস‘র উদ্যোগে শিল্পী সমাজের সাথে মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস, খাগড়াছড়ি জেলার উদ্দ্যেগে শিল্পী সমাজের ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ নভেম্বর শনিবার সন্ধ্যায় কলাবাগানস্থ্য বৈঠকে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডর সাবেক সফল চেয়ারম্যান এবং খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, প্রধান উপদেষ্টা জনাব জাকিয়া জিনাত বীথি, সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা সহ জেলা বিএনপির নেতৃবৃন্দরা। সভাপতিত্ব করেন জেলা জাসাসের ভাঃ সভাপতি মো: ইউনুছ। সঞ্চালনা করেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক মো: ফারুক হোসেন।