ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি: খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রামে নারী ধর্ষণ নিপীড়নের বিচারের দাবিতে মহাবেশ থেকে জুম্ম ছাত্র জনতার ডাকে পূর্ণদিবস সড়ক অবরোধ পালিত হচ্ছে। শনিবার ভোর ৫টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পূর্ণদিবস সড়ক অবরোধের সমর্থনে খাগড়াছড়ি থেকে ঢাকা – চট্টগ্রাম দূরপাল্লার কোন যানবাহন ছেড়ে যাচ্ছে না। অবরোধের ফলে ভোগান্তিতে পড়েছে সাধারণ পর্যটক ও পথচারী।
অবরোধের সমর্থনে ভোরে খাগড়াছড়ির সদরস্থ চেঙ্গী স্কোয়ার, জিরোমাইল, স্বনির্ভর সহ বেশ কিছু জায়গায় পিকেটিং করে গাছের গুড়ি ফেলে টায়ার ও গাছের গুড়ি পুড়িয়েছে অবরোধকারীরা। পরে পুলিশ গিয়ে সড়ক থেকে তা অপসারণ করে। তবে পৌর শহরের ভিতরে হালকা যান ইজি বাইক, অটোরিকশা, মোটরসাইকেল চলাচল করছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃদা বলেন, কিশোরীাে ধর্ষণের ঘটনায় গতকাল খাগড়াছড়িতে জুম্ম ছাত্র জনতার ডাকে সমাবেশে আজকে সড়ক অবরোধ চলছে। আমরা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর অবস্থানে রয়েছি যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে।
উল্লেখ্য গত মঙ্গলবার রাতে সঙ্গবদ্ধ ভাবে এক ৮ম শ্রএণীতে পড়ুয়া এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে জুম্ম ছাত্র জনতা এ সড়ক অবরোধের ডাক দেয়। সেনাবাহিনীর সহায়তায় পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে। একই সাথে থানায় মামলাও হয়েছে। মেয়ের পিতা অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় এ মামলাটি রুজু করেছে।