খাগড়াছড়িতে জেলা পর্যায়ে আস্থা প্রকল্পের অবহিতকরণ সভা
রতন বৈষ্ণব ত্রিপুরা : তৃণমূল পর্যায়ে সামাজিক সম্প্রীতি সহনশীল সমাজ গঠনের লক্ষ্যে যুবকদের সম্পৃক্তকরণ এবং তাদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ার লক্ষ্যে খাগড়াছড়িতে জেলা পর্যায়ে ” আস্থা ” প্রকল্পের আওতায় দিনব্যাপী ” প্রকল্প অবহিতকরণ ” সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত প্রকল্প অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী। এসময় প্রধান অতিথি জেলা ও উপজেলা পর্যায়ে যুবদের নিয়ে প্রকল্পের বিভিন্ন দক্ষতা বৃদ্ধি করার উপর কার্যক্রমে সরকারী পর্যায়ের প্রশিক্ষকদের মাধ্যমে বাস্তবায়ন করার উপর জোর দেন এবং আস্থা প্রকল্প বাস্তবায়নে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দানে আশ্বাস প্রদান করেন।
পার্বত্য জেলা পরিষদের নির্বাহী অফিসার টিটন খীসা বলেন, সরকারি বিভাগের আওতায় জনসাধারণের জন্য বিভিন্ন খাতে সেবা গ্রহণের সুযোগ রয়েছে। সেইসব সেবা সমূহ গ্রহনের জন্য যুবদের লেগে থাকতে হবে। তিনি যুবদের এবিষয়ে ওতপ্রোতভাবে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে সরকারী বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড প্রান্তিক পর্যায়ে পৌঁছানোর ক্ষেত্রে ভূমিকা রাখার উপর গুরুত্ব আরোপ করেন।
সভায় তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী অফিসার টিটন খীসা,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা যুব উন্নয়ন বিভাগের আহবায়ক হিরনজয় ত্রিপুরা, জেলা পরিষদের সদস্য ক্যজরী মারমা, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক বিপেন্দু চাকমা, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) জসীম উদ্দিন, রূপান্তর এর আস্থা প্রকল্পের প্রজেক্ট কু-অর্ডিনেটর রাবেয়া বসরী উপস্থিত ছিলেন।
এতে তৃণমূল উন্নয়ন সংস্থা প্রকল্পের মনিটরিং এন্ড রিপোর্টিং অফিসার মিহির কান্তি ত্রিপুরার সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন প্রকল্পের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ধনেশ্বর দেওয়ান। পরে পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রকল্প সম্পর্কিত বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করেন রূপান্তর এর প্রজেক্ট কো-অর্ডিনেটর রাবেয়া বসরী। পরে সভাপতি আস্থা প্রকল্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতা কামনা করে সভা সমাপ্তি ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন, প্রকল্পের কর্মকর্তা -কর্মচারি, ৯ উপজেলার কমিটির আহবায়কসহ জেলা উপজেলার সাংবাদিক বৃন্দ।