• April 29, 2025

খাগড়াছড়িতে টিসিবির পণ্যসহ ২ জনকে আটক করেছে পুলিশ

 খাগড়াছড়িতে টিসিবির পণ্যসহ ২ জনকে আটক করেছে পুলিশ
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়িতে অভিযান চালিয়ে টিসিবির পণ্যসহ ২ জনকে আটক করেছে সদর থানা পুলিশ। বুধবার (১৯ মার্চ) বিকেলে সদরের কুমিল্লাটিলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২নং ওয়ার্ডের নাজমুল স্টোরে অভিযান চালিয়ে অভিযুক্ত মো. নাজমুল হাসানকে আটক করা হয়। এসময় তাঁর দোকান থেকে কালো বাজারের উদ্দেশ্যে মজুদকৃত সরকারি টিসিবির পণ্য ৫৪ কেজি মসুর ডাল, ২৭ কেজি চিনি ও ৫৪ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। পরে আটককৃতের দেয়া তথ্য অনুযায়ী ঘটনার সাথে জড়িত মো. জহিরুল ইসলাম নামে আরও একজনকে আটক করে পুলিশ।
খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, এ ঘটনায় সদর থানায় সংশ্লিষ্ট ধারায় একটি মামলা করা হয়েছে। এবং আটককৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post