খাগড়াছড়িতে দিনে দুপুরে সাংবাদিকসহ দুটি বাড়িতে চুরি
মোঃ আল আমিন: খাগড়াছড়ির জেলা সদরের দিনদুপুরে সাংবাদিকসহ পাশ্ববর্তী দুটি বাড়ীতে চুরি হয়েছে। বুধবার(১৯ আগষ্ট) দুপুরে সাংবাদিক মোঃ শাহজাহান ও খাগড়াছড়ি সরকারি কলেজের প্রভাষক মোঃ পারভেজ আলমের ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। ঘটনাটি জেলার সদরের বাঙ্গালখাটি এলাকায় ঘটে।
এসময় সাংবাদিক শাহজাহানের ব্যবহৃত ল্যাপটপ, ক্যামেরা, মোবাইল ও নগদ ২০ হাজার টাকা নিয়ে যায়। পাশের বাসায় ভাড়া থাকেন খাগড়াছড়ি সরকারি কলেজের প্রভাষক পারভেজ আলমসহ দুজন। এ বাসাতেও ঢুকে সব জিনিসপত্র এলোমেলো অবস্থায় পাওয়া যায়। একটি ল্যাপটপ এবং একটি মোবাইল নিয়ে যায়।
সাংবাদিক মোঃ শাহজাহান বলেন, আমি বেলা ১১টায় বাসা থেকে বের হই। বিকাল ৫টার দিকে বাসায় এসে দেখি দরজার হুক খোলা। ভেতরে ঢুকে দেখি আমার ব্যবহৃত ল্যাপটপ, ক্যামেরা, নগদ ২০ হাজার টাকা এবং মোবাইল নিয়ে গেছে। পুরো ঘরের জিনিসপত্র এলোমেলো। এদিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশিদ বলেন, বিষয়টি আমরা গুরুত্বসহকারে খতিয়ে দেখছি। এদিকে গত কয়েক মাস ধরে খাগড়াছড়িতে চোরের উপদ্রব বেড়ে গেছে।