• July 27, 2024

খাগড়াছড়িতে দীর্ঘ খরার পর স্বস্তির বৃষ্টি

খাগড়াছড়ি প্রতিনিধি: টানা খরার পর খাগড়াছড়িতে স্বস্তির বৃষ্টি হয়েছে। এ যেন পৃথিবীর সকল মানুষের প্রতি প্রকৃতির এক অদ্ভুত মায়া।

২ মে সকালে বৃহস্পতিবার সাড়ে ৮টায় জেলা জুড়ে বৃষ্টি নামে। এর আগে জেলার বিভিন্ন স্থানে বৃষ্টির জন্য সৃষ্টিকর্তার নিকট ধর্মপ্রাণ মুসলমান ইসতিসকার নামাজ আদায়, অন্যান্য ধর্মের ধর্মপ্রাণ মানুষেরা বৃষ্টির জন্য বিভিন্ন মন্দির, বিহার ও গির্জায় বৃষ্টির জন্য প্রার্থনা করে।

দীর্ঘদিন পরে বৃষ্টি নামার সাথে সাথে জনমনে স্বস্তি ও আনন্দ দ্বিগুণ হয়েছে। বৃষ্টির পানিতে অনেকেই গোসল করে নিচ্ছেন, ছোট ছোট ছেলে-মেয়েরা বৃষ্টিতে ভিজে খেলায় মজেছে। জমে থাকা বৃষ্টির পানিতে খেলা করছে। এ যেন এক অপরূপ সৌন্দর্য ও উপভোগ্য দৃশ্যে।

তবে বৃষ্টির সাথে সাথে মেঘের গর্জনও সমানতালে যেন গর্জে উঠেছিলো। বৃষ্টি না কমা পর্যন্ত যেন মেঘের গর্জনও থামতে চাইছেনা। মেঘ গর্জনের সাথে সাথে বিভিন্ন স্থানে বজ্রপাতও বৃষ্টির মতো পড়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post