• September 14, 2024

খাগড়াছড়িতে ২ লক্ষ টাকা মূল্যের বিদেশী সিগারেটসহ আটক ১

 খাগড়াছড়িতে ২ লক্ষ টাকা মূল্যের বিদেশী সিগারেটসহ আটক ১

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা প্রায় ২ লক্ষ টাকা মূল্যের বিদেশী সিগারেটসহ ১জনকে আটক করেছে পুলিশ।

১৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাতে খাগড়াছড়ি জেলার সদর থানাধীন ভাইবোনছড়া পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভাইবোনছড়া পুলিশ ফাঁড়ির সামনে থেকে ভাইবোনছড়া ইউপি’র চিত্তরঞ্জনপাড়ার বরেন্দ্র চাকমা’র পুত্র তনয় চাকমাকে(২৭) ব্যাটারী চালিত ইজিবাইকের ভিতর থেকে ১৯১ কার্টুন SILVER NANO ORIS ব্র্যান্ডের বিদেশী সিগারেট সহ আটক করে। যার মূল্য ১ লক্ষ ৯১ হাজার টাকা।

আটকৃত ব্যাক্তির বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তি’র মাধ্যমে জানিয়েছে খাগড়াছড়ি জেলা পুলিশ।

খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর, পিপিএম (বার) জানান, জেলার আইন-শৃংঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ণ রাখতে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জেলা পুলিশের প্রতিটি ইউনিট কাজ করে যাচ্ছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post