খাগড়াছড়িতে নারী পুলিশ ব্যারাক ও থানা ভবন উদ্বোধন করলেন আইজিপি বেনজীর আহমেদ

 খাগড়াছড়িতে নারী পুলিশ ব্যারাক ও থানা ভবন উদ্বোধন করলেন আইজিপি বেনজীর আহমেদ

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পুলিশের নারী ব্যারাকের উদ্বোধন ও ৬ তলা ভীত বিশিষ্ট পুরুষ ব্যারাকের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার)।

২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার   বিকেলে খাগড়াছড়ি পুলিশ লাইন্সে এগুলো উদ্বোধন করেন তিনি। এর পরপরই খাগড়াছড়ি পুলিশ লাইন্স থেকে ভার্চুয়ালি ভাইবোনছড়া পুলিশ ফাঁড়ি, মানিকছড়ি থানা ও লক্ষ্মীছড়ি থানা ভবনের উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে খাগড়াছড়ি জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্সদের সাথে মতবিনিময় সভা শুরু করেন।

আলোচনা শেষে সন্ধ্যায় তাঁর সন্মানে খাগড়াছড়ি জেলা পুলিশ আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানেও যোগ দেবেন পুলিশের এ শীর্ষ কর্তা। আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহনের পর পার্বত্য খাগড়াছড়িতে এটাই তাঁর প্রথম সফর।

এসময় চট্টগ্রাম বিভাগের ডিআইজি আনোয়ার হোসেন, খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post