• April 29, 2025

খাগড়াছড়িতে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

 খাগড়াছড়িতে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি: ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খাগড়াছড়িতে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতরের ঈদ জামাত। সকাল ৮টায় খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত। এতে ইমামতি করেন খাগড়াছড়ি বাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা মুফতি আব্দুন নবী হক্কানি।

এ জামাতে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, অতিরিক্ত, জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ আবচার সহ ও পৌর এলাকার কয়েক হাজার মুসল্লী অংশ নেন। নামাজ শেষে মোনাজাতে বিশ্ব উম্মার শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতর দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল সাড়ে ৮ টায়। এছাড়া সদরসহ জেলার ৯ উপজেলার ২৯১টি ঈদগাহে এবার ঈদুল ফিতর জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজের পরপরই কবরস্থানে গিয়ে কবরবাসীদের জন্য আত্মার মাগফেরাত কামনা করাহয়

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post