• December 12, 2024

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি:  বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বিকেলে খাগড়াছড়ির জেলা সদরের একটি অভিজাত রেস্টুরেন্টে কেক কাটার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা সভাপতি ইন্জিনিয়ার মোঃ লোকমান হোসেন, এসম তিনি বলেন, পাহাড়ের সকল সম্প্রদায়ের নাগরিক অধিকার নিশ্চিতের পাশাপাশি শান্তি সম্প্রীতি রক্ষায় কাজ করছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে নাগরিক পরিষদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংগঠনটির খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা, সাংগঠনিক সম্পাদক মোঃ মোকতাদের হোসেন, ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি সুমন আহমেদ, মহিলা পরিষদের নেত্রী সালমা আক্তার মৌ, হাসিনা বেগমসহ বিভিন্ন উপজেলার সভাপতি সম্পাদক ও নেতকর্মীরা উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post

Leave a Reply