ভিন্ন আঙ্গিকে নতুৃন মাত্রায় পাহাড়ের আবহে ওয়াদুদ ভূইয়ার নির্বাচনী থিম সং উদ্বোধন

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে খাগড়াছড়ি ২৯৮ নং আসনে বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়া জনসংযোগের নতুন ধারার সূচনা করেছেন। শনিবার বিকেলে জেলার মানিকছড়ি উপজেলার তিনটহরী উচ্চ বিদ্যালয় মাঠে এ অঞ্চলের মানুষের জীবন মান, সম্প্রীতি ও উন্নয়ন তলে ধরে পাহাড়ের আবহ ধারণ করে  শিশুদের পরিবশেনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে নির্বাচনী থিম সং বাজানোর মধ্য দিয়ে এই গানটি উদ্বোধন করা হয়। ওয়াদুদ ভূইয়ার পরামর্শ ও দিক নির্দেশনায় গানটি লিখেছেন পারভেজ। সর ও সঙ্গিতে ছিলেন আহমেদ কিসলু । আরকে সুযমনের সার্বিক ব্যবসন্থাপনায় ফোকাস স্টুডিও গানটি  রেকডিং করে। গানটির বিশেষ কৃজ্ঞতায় মো: মিজানুর রহমান মিজান।

ওয়াদুদ ভূইয়া অনুষ্ঠানে উপস্থিত থেকে েএই গানটি উদ্বোধন করেন এবং ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেন। তিনি বলেন, “আমার লক্ষ্য হলো খাগড়াছড়ির মানুষকে শিক্ষিত, সুস্থ ও সংস্কৃতিসম্পন্ন এলাকায় জীবনযাপন করতে সাহায্য করা। সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধুলা এবং স্থানীয় শিল্প-সংস্কৃতিকে সমর্থন করাই আমাদের মূল প্রতিশ্রুতি।”

ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে যুব সমাজকে সম্পৃক্ত করা: থিম সং উদ্বোধনের আগে আব্দুল জব্বার মেম্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেন ওয়াদুদ ভূইয়া। এই টুর্নামেন্টের লক্ষ্য যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলা। ওয়াদুদ ভূইয়া বলেন, “খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি যুব সমাজকে শৃঙ্খলাবদ্ধ, সৃজনশীল এবং দায়িত্বশীল করে।”

স্থানীয়রা জানান, ওয়াদুদ ভূইয়ার থিম সং উদ্বোধনের মাধ্যমে নির্বাচনী প্রচারণা নতুন মাত্রা পেয়েছে। উপস্থিত এক শিক্ষক বলেন, “এ ধরনের সাংস্কৃতিক পরিবেশনা নির্বাচনী প্রচারণাকে শুধুমাত্র ভোটের হাতিয়ার নয়, বরং সমাজকে একত্রিত করার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

ওয়াদুদ ভূইয়ার নির্বাচনী কর্মসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে-পাহাড়ি পর্যটন কেন্দ্র ও সংস্কৃতি কেন্দ্র স্থাপন, স্থানীয় খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সম্প্রসারণ, শিক্ষার মান উন্নয়ন ও বৃত্তিমূলক কোর্স চালু করা, স্থানীয় অবকাঠামো ও স্বাস্থ্যসেবা উন্নয়ন।