খাগড়াছড়িতে পুলিশের উদ্যোগে বৃক্ষ রোপন অভিযান
মো.,আকতার হোসেন: ”বৃক্ষপ্রাণে প্রকৃতি-পরিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ি জেলায় পুলিশের বিভিন্ন স্থাপনার আঙ্গিনায় বৃক্ষরোপন ও সবজি চাষ এর উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ,
প্রধানমন্ত্রীর নির্দেশনা ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশ এঁর মাধ্যমে প্রাপ্ত হয়ে খাগড়াছড়ি জেলা পুলিশ এ উদ্যোগ গ্রহন করে। চলতি মওসুমে ১০,০০০(দশ হাজার) বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ও ঔষধি গাছের চারা রোপনের লক্ষ্যমাত্রায় আজ ১০০(একশত) চারা জেলা পুলিশ লাইন্সে রোপন করা হয়। বৃক্ষরোপনের এ অভিযান অব্যাহত থাকবে। এই সময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্তকর্তাগন উপস্থিত ছিলেন।