খাগড়াছড়িতে প্রসূতি ও প্রজনন স্বাস্থ্যসেবায় ধাত্রী পরিচালিত সেবার অগ্রগতি পর্যালোচনা সভা

শেয়ার করুন

খাগড়াছড়ি প্রতিনিধি: “ছেলে হোক, মেয়ে হোক- দুটি সন্তানই যথেষ্ট”-এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে জাপাইগো ও গ্রীন হিল এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো “বাংলাদেশে ধাত্রী-নেতৃত্বাধীন ও প্রজনন স্বাস্থ্যসেবা জোরদারকরণ অগ্রগতি পর্যালোচনা সভা”।

২০ আগস্ট বুধবার সকালে খাগড়াছড়ি সিভিল সার্জনের কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ ফজলে রাব্বি।

এসময় বক্তারা বলেন, মাতৃ ও নবজাতকের জীবন রক্ষায় ধাত্রী পরিচালিত সেবা জোরদার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাহাড়ি অঞ্চলে প্রসূতি ও প্রজনন স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এই কার্যক্রম ইতিবাচক পরিবর্তন আনবে।

অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের,পরিবার পরিকল্পনা বিভাগে উপ-পরিচালক ডা. মো. ফারুক আব্দুল্লাহ,ডেপুটি সিভিল সার্জন ডা. রতন খীসা,গ্রীন হিলের জেলা সমন্বয়কারী রুপান্ত চাকমাসহ স্বাস্থ্য অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, আইপিএইচইউডি, গ্রিন হিলসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান যেমন-ইউনিসেফ, ইউএনএফপিএ,  জাপাইগো এবং কানাডা সরকারের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সভায় খাগড়াছড়ি জেলার বিভিন্ন স্বাস্থ্যসেবার অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।

এ ধরনের উদ্যোগ পাহাড়ি জনগোষ্ঠীর মাতৃস্বাস্থ্য সেবা নিশ্চিত করার পাশাপাশি টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অভিমত ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।