খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২২-২০২৩ শুরু হয়েছে।
সকালে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নজরুল ইসলাম। বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শানে আমল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা ও প্রাইম ব্যাংক রামগড় শাখার শাখা প্রধান নিজাম উদ্দীন প্রমুখ। রাউন্ড রবিন লীগ পদ্ধতির এই
টুর্নামেন্টে জেলার ৪টি স্কুল অংশ গ্রহণ করে। অংশগ্রহণকারী দলগুলোকে ৫হাজার টাকা করে অংশগ্রহণমানী প্রদান করা হয়।