খাগড়াছড়িতে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
২২ নভেম্বর শুক্রবার বিকেলে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সম্প্রীতি একাদশ ০-১ গোলে শহীদ জিয়া স্মৃতি সংসদ শালবনকে পরাজিত করে। পরে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সাবেক সংসদ সদস্য, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ট্রপি বিতরণ করেন।
অনুষ্ঠানে জেলা বিএনপির উপদেষ্টা জাকিয়া জিনাত বিথীসহ জেলার সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। খেলা শেষে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল বেশ উপভোগ্য।