• September 14, 2024

খাগড়াছড়িতে বিএনপির ইফতার মাহফিল ও কারা নির্যাতিত নেতা-কর্মীদের সংবর্ধনা

 খাগড়াছড়িতে বিএনপির ইফতার মাহফিল ও কারা নির্যাতিত নেতা-কর্মীদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল ও কারা নির্যাতিত নেতা-কর্মীদের সংবর্ধনা দেয়া হয়েছে।

৫ এপ্রিল শুক্রবার খাগড়াছড়ি কলাবাগানস্থ বৈঠকে এ ইফতার মাহফিল ও সংবর্ধনা দেয়া হয়। ইফতার মাহফিলে নেতা-কর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বলেন, বাংলাদেশের ৯৫ ভাগ মানুষ শেখ হাসিনার ডামি ভোট ব্যবস্থাকে প্রত্যাখ্যান করেছে। ৭ জানুয়ারি’র ভোট কেন্দ্রে মানুষ ভোট দিতে যায় নি। নির্বাচনের পর বিএনপির নেতাকর্মীরা আগের চেয়ে আরো বেশি ঐক্যবদ্ধ হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ মজুমদার,খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বির্থী, জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা ও সাধারণ সম্পাদক এম এন আবছার। ইফতার মাহফিলে জেলা-উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। খাগড়াছড়ি বিএনপির কারা নির্যাতিত ১৭৯ জন নেতাকর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে ফুল ও সম্মাননা সনদ প্রদান করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post