• September 8, 2024

খাগড়াছড়িতে বৈসাবি উৎসব শুরু

স্টাফ রিপোর্টার: বৈসু-সাংগ্রাই-বিঝু নিয়ে (বৈসাবি)। পাহাড়ের এই বৈসাবি উৎসব শুরু হয়ে গেছে পার্বত্য জেলা খাগড়াছড়িতে। স্থানীয় নারী উদ্যোক্তা নেটওয়ার্কের উদ্যোগে পণ্য প্রদর্শনী ও বিক্রয় মেলা  উদ্বোধন করা হয়েছে।

২৯ মার্চ শুক্রবার সন্ধ্যায় জেলা শহরস্থ য়ংড বৌদ্ধ বিহার এলাকায় অরুনিমা কমিউনিটি সেন্টারে এ খাগড়াছড়ির নারী উদ্যোক্তা’র সভাপতি লাকী চাকমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী।

এ মেলায় ৫০টি স্টল নিয়ে সাজানো হয়েছে। এতে পাহাড়ের ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী প্রদর্শন করা হয়। পরে পাহাড়ের বিভিন্ন জনগোষ্ঠীদের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য শতরুপা চাকমা, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলা মং চৌধু্রী প্রমুখ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post