• July 27, 2024

খাগড়াছড়িতে মরা ছাগলের মাংস বিক্রির অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা

 খাগড়াছড়িতে মরা ছাগলের মাংস বিক্রির অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি বাজারে মরা ছাগল জবাই করে মাংস বিক্রির অপরাধে কসাইকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

২ জানুয়ারি মঙ্গলবার বিকালে মোবাইল কোর্টের মাধ্যম কসাই মোঃ ওয়াসিমকে এই অর্থদণ্ড দেয়া হয়। সে খাগড়াছড়ি সদর মুসলিম পাড়া এলাকার বাসিন্দা ইয়াকুব আলী-বানু আক্তার দম্পতির ছেলে।

কসাই ওয়াসিম মরা ছাগল জবাই করে বাজারে বিক্রি করতে আনলে স্থানীয় ক্রেতাসাধারণ বুঝতে পেরে পুলিশে খবর দেন। পুলিশ তাকে আটক করলে সে মিথ্যার আশ্রয় নেন, পরে খাগড়াছড়ি ভেটোনারী সার্জন ডাঃ মোঃ সিরাজ ঘটনাস্থলে গিয়ে মরা ছাগল বলে নিশ্চিত করেন।

বিষয়টি মুঠোফোনে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ এরফান উদ্দিন কে অবগত করা হলে তিঁনি পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ অনুযায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন কসাই ওয়াশিনকে ।

এলাকাবাসী বলছে, ‘এসব অসাধু ব্যবসায়ীদের কঠোর শাস্তির আওতায় আনা হোক,যেনো তারা এসব অপরাধ আর করতে সাহস না পায়।’ সেই সঙ্গে জীবিত ও সতেজ গরু, ছাগল জবাই করে মাংস বিক্রির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দাবি জানিয়েছেন স্থানীয়রা।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post