• July 27, 2024

খাগড়াছড়িতে মসজিদ উদ্বোধন করেন.কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

 খাগড়াছড়িতে মসজিদ উদ্বোধন করেন.কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি সদর উপজেলা খেজুর বাগান জামে মসজিদের দ্বিতল ভবনের উদ্বোধন করেছেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। সোমবার(১৩ নভেম্বর ২০২৩ইং) সকালে খেজুর বাগান জামে মসজিদ কমপ্লেক্স মাঠ প্রাঙ্গণে পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত এ মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে।

এ সময় খেজুর বাগান জামে মসজিদ কমপ্লেক্স পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শানে আলম,পার্বত্য জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া। জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান হেলালের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন,২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মানিক পাটোয়ারী। আরো উপস্থিত ছিলেন,খেজুর বাগান জামে মসজিদ কমপ্লেক্স পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম,কমপ্লেক্স পরিচালনা কমিটির সদস্য আব্দুর রহিম হৃদয়,মাওলানা আব্দুল করিম,মোঃ জামশেদ,আকতার হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন,ধর্ম মানুষকে নৈতিকতা ও সহিষ্ণুতার শিক্ষা দেয়। ধর্ম মানে শান্তি,ধর্ম মানে জগতের সকল কল্যাণের দাবিদার। ইসলাম শান্তির ধর্ম, সকল ধর্মই সুখ,শান্তি ও সমৃদ্ধির সৃষ্টিতে মূখ্য ভূমিকা পালন করে থাকে। খাগড়াছড়ি সদরের ‘খেজুর বাগান জামে মসজিদ’ দ্বিতল ভবনটি বাস্তবায়নের কাজটি করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post