• December 1, 2024

খাগড়াছড়িতে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

 খাগড়াছড়িতে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি: ” নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত দেশ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়িতে মাদক বিরোধী সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেশ্বর বুধবার  দুপুরে খাগড়াছড়ি সরকারি  মহিলা কলেজ অডিটোরিয়ামে খাগড়াছড়ি জেলা প্রশাসন ও মাদকদ্রব্য অধিদপ্তর’র আয়োজনে শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  সভায়  মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক এ, কে, এম দিদারুল আলম’র এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান।

সভায় মাদকদ্রব্য অধিদপ্তর পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মোঃ ছাবের, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হাসু চাকমা, প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য। অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক সমাজ ও জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। মাদক ব্যবহৃত নিকোটিন নামক পদার্থ  মানুষের জীবন থেকে আস্তে আস্তে আয়ু কমিয়ে দেয়। মানুষ মেধা শক্তি নষ্ট করে খিটখিটে করে দেয়। 

তাই মাদকের মতো এমন একটি মরণব্যাধি দ্রব্য,  আত্মহননের অসৎ এবং কুৎসিত পথ যেন শিক্ষার্থীদের উপরে প্রভাব না ফেলে এ বিষয়ে সচেতনতামূলক বার্তা প্রদান করেন বক্তারা। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post