• March 16, 2025

খাগড়াছড়িতে মেয়রের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগ

 খাগড়াছড়িতে মেয়রের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগ

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পৌর মেয়রের নাম ব্যবহার করে চাঁদাবাজি করার অভিযোগ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী। ২৮ নভেম্বর মঙ্গলবার পৌরসভা পত্রের মাধ্যমে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এমন তথ্য জানানো হয়।

খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, তাঁর নাম ব্যবহার করে বিভিন্ন সরকারি অফিস/ব্যক্তি/প্রতিষ্ঠান/বেসরকারি প্রতিষ্ঠান হতে কিছু লোক চাঁদা আদায় করছে। অথচ এমন কার্যক্রমের সাথে তিনি এবং খাগড়াছড়ি পৌরসভা কোনো ভাবেই জড়িত নয়। এমন কার্যক্রমের কারণে তাঁর এবং খাগড়াছড়ি পৌরসভার ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।

যে বা যারা কোনো অফিস/ব্যক্তি/প্রতিষ্ঠান/বেসরকারি প্রতিষ্ঠান হতে তাঁর নাম ব্যবহার করে চাঁদা চাইবে তাৎক্ষনিক যেনো প্রজ্ঞাপনে দেওয়া নাম্বারে অথবা স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করার অনুরোধ জানিয়ে প্রজ্ঞাপনে উল্লেখ করেন।

খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী খাগড়াছড়ি পৌরসভার মেয়র এবং একইসাথে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে রয়েছেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post