খাগড়াছড়িতে যুবলীগের বিক্ষোভ সমাবেশ
খাগড়াছড়ি প্রতিনিধি: বিএনপি-জামাতের দেশ বিরোধী যড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরতা বিরুদ্ধে রবিবার (১৩ মার্চ) খাগড়াছড়ি জেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
কর্মসূচি সফল করতে সকাল থেকে নেতাকর্মীরা শহরের নারিকেল বাগান সড়কস্থ জেলা আ.লীগের কার্যালয়ে সামনে জড়ো হন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে। এ সময় জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইমাইল হোসেনসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিছিলটি পৌর টাউন হল ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ে ফিরে এসে সমাবেশ করে।
সমাবেশ থেকে বিএনপি-জামাতের কঠোর সমালোচনা করে তাদের সকল ষড়যন্ত্র প্রতিহত করে শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানান বক্তারা।