• September 20, 2024

খাগড়াছড়ি জেলা যুবদলের উদ্যোগে বিজয় উল্লাস, মিছিল-সমাবেশ

 খাগড়াছড়ি জেলা যুবদলের উদ্যোগে বিজয় উল্লাস, মিছিল-সমাবেশ

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে জেলা যুব দলের উদ্যোগে বিজয় উল্লাস, আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ৭ আগস্ট বুধবার বিকেলে খাগড়াছড়ি জেলা যুব দলের উদ্যোগে মিছিলটি কলাবাগান থেকে শুরু হয়ে পৌর শাপলা চত্বরে এসে সমাবেশ করে।

সমাবেশে সভাপতিত্ব করেন, খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহাবুল আলম সবুজ। সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম. এন. আবসার, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু ও যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু।

বক্তারা বলেন, নির্ভয়ে ব্যবসায়ীদের দোকানপাট খুলে ব্যবসা করুন। কেউ হুমকি ও চাঁদাবাজি করলে সাথে সাথে আইন-শৃঙ্খলা বাহিনীকে খবর দেয়ার অনুরোধ করেন।

অনিয়ম, দুর্নীতি, জুলুম ও নির্যাতন চালিয়ে যেভাবে দেশের মানুষকে অত্যাচার করেছে তার বিচার দেশের জনগণ করবে। শেখ হাসিনা’কে দেশে এনে সব গুম ও খুনের সর্বোচ্চ শাস্তির দাবি জানান বক্তরা। জানমাল ও নিরাপত্তায় রক্ষায় সকল নেতাকর্মীদেরকে সাধারণ মানুষের পাশে থাকার আহবান জানানো হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post