• December 12, 2024

খাগড়াছড়িতে রাস উৎসব পরিদর্শন করলেন ওয়াদুদ ভূইয়া

 খাগড়াছড়িতে রাস উৎসব পরিদর্শন করলেন ওয়াদুদ ভূইয়া

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়িতে রাস উৎসব পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। ১৬ নভেম্বর শনিবার বিকালে খাগড়াছড়ি শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে আয়োজিত তিন দিনব্যাপী রাস উৎসবের শেষ দিনে রাস উৎসব ও পূজা মন্ডপ পরিদর্শন করেন

ওয়াদুদ ভূইয়া বলেছেন, বিএনপি অতীতেও পাহাড়ের সকল সম্প্রদায়ের বিশ্বাস ও ভালোবাসার ঠিকানা হিসেবে ছিল। ভবিষ্যতেও থাকবে। পক্ষান্তরে আওয়ামী লীগের শাসনামলে সনাতন সম্প্রদায় সব চেয়ে বেশী নির্যাতনের শিকার ও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিএনপি সরকার ক্ষমতায় এলে সকল সম্প্রদায়কে নিয়ে একটি সুন্দর পরিষদ গঠন ও উন্নয়নমুখী করে তোলা হবে এমন আশ্বাস দিয়ে ওয়াদুদ ভূইয়া বলেন, পতিত ফ্যাসিস্ট সরকারের দায়িত্বকালীন সময়ে যারা জেলা পরিষদের চেয়ারম্যান, সদস্য ছিলেন তারা লুটেপুটে খেয়ে তছনছ করে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এ সময় জেলা বিএনপি’র প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, যুগ্ম-সম্পাদক এড: মালেক মিন্টু, মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান সাগর, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ ও সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post