• February 13, 2025

খাগড়াছড়িতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

 খাগড়াছড়িতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে জেলা প্রশাসনের আয়োজনে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মুক্তা ধর, শরণার্থী বিষযক টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক জোনায়েদ কবীর সোহাগ, অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তার, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রইজ উদ্দিন।

এসময় জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। পরে দরিদ্র মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post