খাগড়াছড়িতে সম্প্রীতি বজায় রাখতে মন্দিরে মন্দিরে বিএনপির সমন্বয় বৈঠক, রাত জেগে পাহারা
খাগড়াছড়ি প্রতিনিধি: পাহাড়ি জনপদ পার্বত্য জেলা খাগড়াছড়িতে সকল সম্প্রদায়ের মানুুষের মাঝে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জেলার প্রতিটি মঠ-মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করতেরা মন্দিরে মন্দিরে সমন্বয় বৈঠক করছেন, খাগড়াছড়ি জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠন। রাত জেগে মন্দির পাহারা দিচ্ছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
শুক্রবার ১৬ আগস্ট বেলা সাড়ে ১১টায় জেলা শহরের প্রাচীনতম কেন্দ্রীয় শ্রীশ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে শান্তি-শৃঙ্খলা ও সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ১৫ জুলাই থেকে ৫আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে একমিনিট নিরবতা পালন করা হয়।
জেলা বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক ও সাবেক পৌর বিএনপির সভাপতি অশোক মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন, শ্রীশ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি আশিষ ভট্টাচার্য।
সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি সাধন চন্দ্র পাল এর সূচনা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া বৈঠকে, সনাতন সমাজ কল্যাণ পরিষদের সহ-সভাপতি প্রভাত তালুকদার, সনাতন ছাত্র যুব পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি স্বপন ভট্টাচার্য, সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সুদর্শন দত্ত, বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদের জেলা সভাপতি তপন কান্তি দে, শ্রীশ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নির্মল দেব প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা খাগড়াছড়ি পার্বত্য জেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখাসহ সার্বিক বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং জেলার প্রতিটি মঠ-মন্দিরসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠান ও সকল সম্প্রদায়ের মানুুষের মাঝে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, মানুুষে মানুুষের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তোলার মাধ্যমে সাধারণ মানুুষের জীবন মান উন্নয়নে কাজ করার জন্য বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে আহবান জানানো হয়।
এসময়, জেলা বিএনপির প্রচার সম্পাদক আহসানুল হক মিলন, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি সাধন দে (প্রকাশ বিএনপি সাধন), বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক দিপঙ্কর দেসহ জেলা, সদর, পৌর ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মী এবং বিভিন্ন মঠ-মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এদিকে বিভিন্ন উপজেলায় মন্দির কমিটির সাথে বৈঠক করে মন্দির সুরক্ষায় পাহারা দেয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। লক্ষ্মীছড়িতে বিএনপির একটি টীম মন্দির কমিটির সাথে বৈঠক করে এমনি একটি সিদ্ধান্ত নেয়া হয়। ধারাবাহিকভাবে স্বেচ্ছাসেবক দলের, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দরা মন্দির পাহারা দেয়ার দায়িত্ব নেয়। এতে খুশি সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিরা।