• July 27, 2024

খাগড়াছড়িতে শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

 খাগড়াছড়িতে শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

পাহাড়ের আলো: খাগড়াছড়িতে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ ২১ মে। ভোটের দিন যতই এগিয়ে আসছে ততই প্রচার-প্রচারণা ও গণসংযোগ বেশ জমে উঠেছে।

খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩ প্রার্থী মাঠে লড়াই করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে (আনারস) প্রতীক নিয়ে দিদারু আলম, (মোটর সাইকেল) প্রতীকে আকতার হোসেন, (কই মাছ) প্রতীকে জ্ঞান রঞ্জন ত্রিপুরা, (টেলিফোন) প্রতীক নিয়ে সুশীল জীবন ত্রিপুরা, (দোয়াত কলম) প্রতীকে সন্তোষিত চাকমা বকুল ও নজরুল ইসলাম (লাঙল) প্রতীক নিয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

এদিকে ভাইস-চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে মো. আসাদ উল্লাহ (বই) প্রতীক, মো. এরশাদ হোসেন (চশমা) প্রতীক, ক্যউচিং মারমা (তালা) প্রতীক, শাহাব উদ্দিন সরকার (টিউবওয়েল) প্রতীক, মো. আবু হানিফ (টিয়াপাখি) প্রতীক নিয়ে মাঠে নেমেছেন। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে কল্যাণী ত্রিপুরা (কলস) প্রতীক, নিউসা মগ (প্রজাপতি) প্রতীক, নিপু ত্রিপুরা (ফুটবল) প্রতীক নিয়ে মাঠে লড়াই করছেন।

সকল প্রার্থীরাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সদর কিংবা পাহাড়ি এলাকায় এলাকায় গণসংযোগ করছেন। এরই মধ্যে প্রচারণায় জমে উঠছে খাগড়াছড়িে নির্বাচনী মাঠ। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কে হচ্ছে খাগড়াছড়ি উপজেলা পরিষদের যোগ্য চেয়ারম্যান তা নিয়েই যেন উৎসাহের শেষ নেই ভোটারদের মধ্যে। উপজেলা নির্বাচনকে সামনে রেখে মাঠ খাগড়াছড়ি সদর উপজেলায় প্রার্থীদের ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে শহর, পাড়া ও মহল্লায়।

নির্বাচন অফিস সূত্র জানায়, আগামী ২১ মে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় দফায় ও খাগড়াছড়ি সদও, দীঘিনালা ও পানছড়ি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। খাগড়াছড়ি সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা ৯২ হাজার ৮শ ৬৪জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৭ হাজার ৮শ ৯৫জন এবং নারী ভোটার ৪৪হাজার ৯শ ৬৯জন বলে জানা যায় ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post