• February 23, 2025

খাগড়াছড়িতে হিলট্র্যাক্টস আইটি কার্নিভাল অনুষ্ঠিত

 খাগড়াছড়িতে হিলট্র্যাক্টস আইটি কার্নিভাল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : খাগড়াছড়িতে ফ্রিলান্সার ও তথ্য প্রযুক্তি বিষয়ক হিলট্র্যাক্টস আইটি কার্নিভাল এবং আলোচনা সভা, সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। জেলার ফ্রিল্যান্সার তথা তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান এডুলাইফ আইটি ইনস্টিটিউটের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এ হিলট্র্যাক্টস আইটি কার্নিভালের আয়োজন করা হয়।

শনিবার (২২ ফেব্রুয়ারী) দিনব্যাপী খাগড়াছড়ি টাউনহলে এডুলাইফ আইটি ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমির হোসেন রুজেলের সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী কার্নিভালে তথ্য প্রযুক্তি, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং ও ফ্রিল্যান্সিং বিষয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন প্যানেল স্পিকার জায়ান্ট মার্কেটার্স এর ফাউন্ডার এন্ড সিইও মাসুম বিল্লাহ ভূইয়া, লার্ন ইউথ সুমিত এর ফাউন্ডার এন্ড সিইও সুমিত সাহা, ব্যাকস্পেস ইন্টারন্যাশনাল লিঃ এর সিইও সাইফুল রহমান, তথ্য প্রযুক্তি বিষয়ক লেখক রাহিতুল ইসলাম, স্কিলআপার’র ফাউন্ডার এন্ড চীফ ইন্সট্রাক্টর শামিম হোসেন, লার্নিং বাংলাদেশ’র ফাউন্ডার এন্ড লিড ইন্সট্রাক্টর সাব্বির আহমেদ, জাদু পিসি এন্ড XenonEV এর ফাউন্ডার মাশরুর হান্নান, জেএস বাংলাদেশ’র ফাউন্ডার এন্ড এডুকেটর সাইদুর রহমান সেতু ও এসইও এন্ড ওয়েব অটোমেশন এক্সপার্ট আব্দুল আওয়াল।

এছাড়াও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, খাগড়াছড়ি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরণ চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রফেসর আব্দুল লতিফ, মো.শহিদুল ইসলাম সুমন, এডভোকেট মনজিলা সুলতানা ঝুমা, খাগড়াছড়ি সদর উপজেলা আইসিটি অফিসার মাহবুবা আক্তার ও মহলছড়ি উপজেলার আইসিটি অফিসার সলিল চাকমা প্রমূখ।

এসময় বক্তারা বলেন, ‘পার্বত্যাঞ্চলে তথ্য-প্রযুক্তি খাতে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ের অগ্রগতি দেশের অন্যান্য এলাকার সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা, পৃষ্ঠপোষকতা ইত্যাদি নানা বিষয়ে এ অঞ্চল অনেকটা পিছিয়ে আছে। আন্তঃযোগাযোগ প্রতিষ্ঠা বা বৃদ্ধি পেলে পারস্পরিক নলেজ শেয়ারিং বেশ সহজ হয়। সে নিরিখে এ অঞ্চলের প্রযুক্তি অনুরাগী, পেশাদার ফ্রিল্যান্সার, অনলাইন উদ্যোক্তা, স্কুল-কলেজের শিক্ষার্থীদের সমন্বয় করে এই হিলট্র্যাক্টস আইটি কার্নিভাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

কার্নিভালে ছিল উন্মুক্ত আলোচনা, কোডিং লাইভ প্রজেক্ট প্রদর্শনী, আলোচনা সভা, সংবর্ধনা, সনদপত্র বিতরণ, পুরস্কার বিতরণ, দুপুরের খাবার ও সব শেষে ছিল আকর্ষণীয় র‍্যাফেল ড্র।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post

Leave a Reply