খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি, সেনা-পুলিশ মোতায়েন, পরিস্থিতি থমথমে

শেয়ার করুন

স্টাফ রিপোর্টিার: খাগড়াছড়ি জেলা প্রশাসন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা সদর ও পৌরসভায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে। জেলা শহরের পরিস্থিতি অনেকটাই থমথমে অবস্থা বিরাজ করছে

রোববার সকালে জেলা সদর ও খাগড়াছড়ি পৌর শহরের বিভিন্ন পয়েন্টে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জেলা সদরে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্টে চলাচলকারী ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে নিরাপত্তা বাহিনী। শহরের দোকানপাট বন্ধ রয়েছে। সকাল পর্যন্ত জেলার কোথাও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। তবে একান্ত প্রয়োজন ছাড়া মানুষ রাস্তায় বেড় হচ্ছে না। একটি অজানা আতংক ও ভীতি কাজ করছে সকলের মাঝে।

এছাড়া গতরাতে সাজেকে আটকা পড়া দুই হাজারের বেশি পর্যটককে সেনাবাহিনীর নিরাপত্তায় তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে।