• October 8, 2024

খাগড়াছড়িতে ২৯ লাখ টাকার বিদেশি সিগারেট উদ্ধার, আটক ২

 খাগড়াছড়িতে ২৯ লাখ টাকার বিদেশি সিগারেট উদ্ধার, আটক ২

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে পুলিশ অভিযান চালিয়ে ১৯ হাজার প্যাকেট সিগারেটসহ ২জনকে আটক করেছে। ভারত থেকে অবৈধপথে নিয়ে আসা জব্দকৃত এসব সিগারেটের আনুমানিক মূল্য প্রায় ২৯ লাখ টাকাগোপন সংবাদের ভিত্তিতে ২৩ নভেম্বর বৃহস্পতিবার সকালে জেলা শহরের চেঙ্গি স্কয়ার থেকে তাদের আটক করা হয়েছে বলে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিগারেট বহনকারী ট্রাকসহ চালক এবং সহকারীকে আটক করা হয়। এর মধ্যে ট্রাকচালক মো. জামাল চট্টগ্রামের সাতকানিয়ার দক্ষিণ ডেমসা এলাকার আবুল কাশেমের ছেলে আর সহকারী মো. ইয়াসিন বাঁশখালী ফালে গ্রামের মৃত নূর নবীর ছেলে।

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার সীমান্ত দিয়ে অবৈধপথে নিয়ে আসা এসব সিগারেট খাগড়াছড়ি হয়ে চট্টগ্রাম শহরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানান পুলিশ সুপার মুক্তা ধর।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post