খাগড়াছড়ির বিভিন্ন পাড়া-মহল্লায় চলছে ঐতিহ্যবাহি খেলাধুলার আয়োজন
![খাগড়াছড়ির বিভিন্ন পাড়া-মহল্লায় চলছে ঐতিহ্যবাহি খেলাধুলার আয়োজন](https://pahareralo.com/wp-content/uploads/2022/04/800F4C11-A75F-4CE2-803D-07D155C5E78C.jpeg)
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির এখনো শেষ হয়নি পাহাড়ের প্রাণের উৎসব বৈসাবির আমেজ। চলছে বিভিন্ন পাড়া মহল্লায় নানা রকম খেলাধুলার আয়োজন।
সোমবার বিকেলে জেলার গুইমারা উপজেলার বাইল্যাছড়ি নারায়নপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিনি স্টেডিয়ামে আনুষ্ঠিত হলো নারী ফটবল দলের ফাইনাল ম্যাচ। খেলায় প্রতিদন্ধিতা করে পর্বত্য ফুটবল একাডেমি বনাম নারায়ণপাড়া ফুটবল একাডেমি। এতে টাইব্রেকার ৩-২ গোলো পরাজিত হয় নারায়ণপাড়া ফুটবল একাডেমি।
খেলা পরিচালনা করেন বাফুফের রেফারি খুশি চাকমা। নারায়ণপাড়া ছাত্র যুব সমাজের আয়োজনে খেলায় প্রধান অতিথি ছিলেন গুইমারা সদর ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যান সংসদের গুইমারা উপজেলা সভাপতি ত্রিদিপ নারায়ন ত্রিপুরা, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক কীর্তি বিকাশ ত্রিপুরা। খেলায় মোট ১৪টি দল অংশগ্রহন করে।